দেশে ফিরছেন সাকিব


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৭ অক্টোবর ২০১৫

সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় বর্তমানে ছুটি নিয়ে স্ত্রীর পাশে আছেন সাকিব। কিন্তু হঠাৎ করেই জিম্বাবুয়ে সিরিজটির সময়-সূচি ঠিক হওয়ায় আগামী ৩১শে অক্টোবর শনিবার দেশে ফিরবেন তিনি।

সাকিবের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির রহমান। জানা যায় সাকিব গতকালই বিসিবিতে ফোন দিয়ে শনিবার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। এই বিষয়ে সাব্বির খান বলেন, সাকিব জানিয়েছেন সে শনিবার দেশে ফিরে রিপোর্ট করবে।

জিম্বাবুয়ে সিরিজকে লক্ষ্য করে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে ২৯ অক্টোবর। কিন্তু এখন পর্যন্ত জাতীয় দল কবে  ঘোষণা করা হবে তা নিশ্চিত করে বলতে পারেনি ক্রিকেট পরিচালনা বিভাগ।

একটি সূত্রে জানা গেছে প্রধান নির্বাচক ফারুক আহমেদ দেশে ফিরেই দল ঘোষণা করবেন। বর্তমানে তিনি ব্যক্তিগত কাজে ইউরোপ সফরে আছেন। এ ছাড়া জাতীয়  দলের প্রধান কোচ হাথুরুসিংহেও ছুটিতে রয়েছেন দেশের বাইরে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।