সুইডেনের লোকেশনে তুহিনের মিউজিক ভিডিও


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১২ জুলাই ২০১৪

সুইডেনের বিখ্যাত সব লোকেশন থেকে শুটিং করে এলেন শফিক তুহিন। না, কোন ট্র্যাভেলিং টিভি শো’র উপস্থাপক হিসেবে নন। নাটক-সিনেমা তো নয়ই। নিজের একটি মিউজিক ভিডিও’র শুটিং করেছেন সেখানে। যথারীতি মডেল নিজেই হয়েছেন।

ক্যামেরার সামনে গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে তুলে এনেছেন সুইডেনের চোখধাঁধানো বেশ ক’টি বিখ্যাত লোকেশন। এর মধ্যে রয়েছে সুইডিস নোবেল হাউজ, ক্রুজশিপ, কুইনস হাউজ, ওল্ডিস্টেন প্রভৃতি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সুইডেন প্রবাসী নির্মাতা আরিফুর রহমান। মাহমুদ মানজুরের কথায় এবং শফিক তুহিনের সুরে ‘সয়না’ শীর্ষক এ গানটি এখন সম্পাদনার টেবিলে। সম্পাদনা করছেন বোরহান আহমেদ বৃহান। এদিকে ‘সয়না’ শীর্ষক এ গানটি দেশের প্রায় সব চ্যানেলে একযোগে মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে।

উল্লেখ্য, ‘সয়না’ গানটি স্থান পাচ্ছে সিডি চয়েসের ব্যানারে ঈদে মুক্তি প্রতীক্ষিত মিশ্র অ্যালবাম ‘ধুলোর গান’-এ। যার সব ক’টি গান লিখেছেন মাহমুদ মানজুর। কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন, প্রীতম আহমেদ, কিশোর, ইমরান, পুলক, পারভেজ, সাব্বির, বৃহান ও জয় শাহরিয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।