দায়িত্ব নিলেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ। সোমবার ছিল তার প্রথম কর্মদিবস। প্রথম কর্মদিবসে তিনি বিটিআরসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হন।
প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সাবেক সভাপতি। বিটিআরসিতে যোগ দিতে বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে দেশে আসেন তিনি।
এদিকে, তিন বছর দায়িত্ব পালন শেষে বুধবার বিটিআরসির চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েছেন সুনীল কান্তি বোস। বিটিআরসির সম্মেলন কক্ষে বুধবার শেষ কর্মদিবসে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, তার সময়ের যেমন কলের পরিমাণ বেড়েছে, তেমনি ভিওআইপির মতো অবৈধ কলের সংখ্যাও কমেছে।
বিটিআরসির চেয়ারম্যান পদে থাকাকালে কমিশন সাংবাদিকবান্ধব ছিলো না বলে গণমাধ্যমকর্মীরা তার প্রতি সরাসরি অভিযোগ করেন। এ সময় কিছুটা বিচলিত হয়ে পড়েন তিনি।
আরএম/এএইচ/বিএ