আবারও অসচ্ছল শিল্পীদের পাশে অনন্ত জলিল
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল বরাবরই মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন। করোনা দেশে হানা দেওয়ার শুরু থেকেই সকল শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সহযোগিতা করেছেন অসহায় চলচ্চিত্র শিল্পীদেরও।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দিন ঘরবন্দি চলচ্চিত্রের শিল্পীরা। অসচ্ছল শিল্পীরা অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। তাই আবারো চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা অনন্ত জলিল অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন।
অনন্ত জলিল নিজেই জানিয়েছেন, আগামীকাল শনিবার এফডিসিতে ২০০ জন অসচ্চছল শিল্পীর মাঝে খাবার বিতরণ করবেন তিনি। এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন এই নায়ক।
সিআইপি ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ’ পর্দায় অনন্ত জলিলের এমন সংলাপ এখনো মানুষের মুখে মুখে। রুপালি পর্দার মতো বাস্তব জীবনেও মহানুভবতার পরিচয় দিয়েছেন তিনি। অসংখ্যবার তাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে।
এক দশকের যাত্রায় এই নায়ক উপহার দিয়েছেন ছয়টি ব্যবসা সফল সিনেমা। তারমধ্যে ২০১২ সালে মুক্তি পাওয়া ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটির ব্যবসা ছিল উল্লেখ করার মতো। সেই সাফল্যের প্রেরণায় ২০১৪ সালের কোরবানি ঈদে মুক্তি পায় ‘মোস্ট ওয়েলকাম টু’। আগের পর্বটির মতো দ্বিতীয়টিও ধুমধাম ব্যবসা করতে সক্ষম হয়।
‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে যাত্রা করা অনন্ত’র পরিচালনায় দ্বিতীয় সিনেমা ছিল ‘মোস্ট ওয়েলকাম টু’। তার অভিনীত অন্য ছবিগুলোর মধ্যে আছে গাজী মাঝহারুল আনোয়ার পরিচালিত ‘হৃদয় ভাঙা ঢেউ’, সোহানোর রহমান সোহান পরিচালিত ‘দ্য স্পীড’, অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’।
এমএবি/এমএস