ধুমের চতুর্থ কিস্তিতে ভিলেন বাহুবলি


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৫

দক্ষিণ ভারতীয় ছবি ‘বাহুবলি’ বক্স অফিসে রেকর্ড সংখ্যক সাফল্যের পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ছবির নায়ক প্রবাস। দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছেন বলিউড বোদ্ধাদেরও। আর সে কারণেই গুঞ্জন শোনা যাচ্ছে যশ রাজ ফিল্মের ধুম সিরিজের চতুর্থ কিস্তিতে ধুম ৪ এ হৃত্বিকের সাথে দেখা যাবে এই বাহুবলি তারকাকে।

জানা যায়, প্রিমিয়ারে রাজমৌলি পরিচালিত বাহুবলি দেখে নাকি যারপরনাই মুগ্ধ হয়েছেন ধুম ছবির পরিচালক আদিত্য চোপড়া। তার পরই নাকি ধুম ফোরে প্রবাসকে অভিনয় করানো নিয়ে আলোচনা করেন প্রযোজক বিজয় কৃষ্ণার সাথেও। এ খবর যদি গুজব না হয়ে থাকে তবে ধুমের পরবর্তী কিস্তিতে চোরের ভূমিকায় হৃত্বিকের সঙ্গী হিসেবে দেখা যাবে এই তামিল সুপারহিরোকে।

উল্লেখ্য, ধুম ৪- এ অভিনয়ের জন্য এর আগে অমিতাভ বচ্চন-রণবীর কাপুর ও রণবীর সিংয়ের নাম শোনা গিয়েছিলো। সবকিছুকে গুজব বলে উড়িয়ে দিয়েছে যশ রাজ ফিল্ম প্রোডাকশন।

আরএএইচ/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।