নাদিয়া, মৌসুমী ও তানিয়াকে নিয়ে জমবে রাশেদের ঈদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৯ জুলাই ২০২০

হাতে গোনা কয়েকটি নাটকে অভিনয় করেই আলোচনায় আসেন তিনি। গত ঈদুল আযহায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মধ্য রাতের সেবা’ নাটকের মাধ্যমে সর্বপ্রথম সোস্যাল মিডিয়ায় ভারইরাল হন রাশেদ সীমান্ত।

এর আগে দুয়েকটি নাটক প্রচারিত হলেও এ নাটকটি প্রচারের পরপরই আলোচনায় চলে আসেন তিনি। আসন্ন ঈদুল আযহার তিন নাটকে দেখা যাবে অভিনেতা রাশেদ সীমান্তকে। এর মধ্যে একটি একক নাটক অন্য দুইটি ধারাবাহিক।

তিনটি নাটকে তার বিপরীতে অভিনয় করবেন নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ ও তানিয়া বৃষ্টি। তাদের নিয়েই এবার জমবে রাশেদ সীমান্তের ঈদ।

একক নাটকটির নাম ‘ছোট ভাই’। এখানে তার সহশিল্পী তানিয়া বৃষ্টি, শহীদুজ্জামান সেলিম ও জয়রাজ। ধারাবাহিক দুটি হলো ‘শিয়ালবাড়ি’ ও ‘জামাই বাজার ২’।

‘শিয়াল বাড়ি’ নাটকে রাশেদ সীমান্তর বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ এবং ‘জামাই বাজার-২’ নাটকে তার বিপরীতে রয়েছেন নাদিয়া আহমেদ।

বৈশাখী টেলিভিশনেরউপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নাটক তিনটি পরিচালনা করেছেন আল হাজেন। তিনটি নাটকই প্রচার হবে বৈশাখী টিভিতে।

গত ঈদুল আযহায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মধ্য রাতের সেবা’ নাটকের মাধ্যমে সর্বপ্রথম সোস্যাল মিডিয়ায় ভারইরাল হন রাশেদ সীমান্ত। এর আগে দুয়েকটি নাটক প্রচারিত হলেও এ নাটকটি প্রচারের পরপরই আলোচনায় আসেন তিনি।

রাশেদ সীমান্ত বলেন, ‘আমি কাজ করি বেছে বেছে। গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার জন্য অসংখ্য নাটকে কাজ করার পক্ষপাতী আমি নই। ব্যতিক্রমী গল্প না হলে আমি সাধারনত কাজ করিনা।

নাটক তিনটি একেবারেই ব্যতিক্রম। নাটকগুলোতে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে আমার। বরাবরের মতো এ নাটক তিনটিও দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।