বাংলাদেশেও মৃদু কম্পন অনুভূত


প্রকাশিত: ১১:২৫ এএম, ২৬ অক্টোবর ২০১৫
ভূমিকম্পের পর দিল্লির অমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে রাস্তায় নেমে আসে

ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বাংলাদেশও কেঁপে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

সোমবার আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল তিনটা ৯ মিনিট ৩১ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে দুই হাজার ৩১১ কিলোমিটার দূরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে।

ওই বিবৃতিতে আরো বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ৬।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।