মুক্তধারার আবৃত্তি সন্ধ্যা


প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় দেশের অন্যতম আবৃত্তি সংগঠন মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সেখানে আবৃত্তিশিল্পী ‘এইতো জীবন এইতো মাধুরী’ নামক আবৃত্তির নিয়মিত আয়োজনে আবৃত্তি পরিবেশন করবেন। জনপ্রিয় এই আবৃত্তির অনুষ্ঠানে ইকবাল আহমেদসহ আরও ২জন আবৃত্তিশিল্পী আবৃত্তি করবেন।

এটি আগামী ৩০ শে অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মঞ্চে এটি অনুষ্ঠিত হবে।

একই দিনে মুক্তধারা সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আমন্ত্রণে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র প্রকৃতি ও প্রেমের কবি জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ প্রযোজনা পরিবেশন করবে শওকত ওসমান মিলনায়তনে।

জনপ্রিয় এই প্রযোজনাটি গ্রন্থনা করেছেন আনিসা জামান চাঁপা এবং নির্দেশনা দিয়েছেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।