বিয়ের খবর নিয়ে শারমিন লাকি


প্রকাশিত: ০৬:২৭ এএম, ২৫ অক্টোবর ২০১৫

পৃথিবীর সব দেশেই বিয়ে নিয়ে রয়েছে নিজস্ব রীতি নীতি ও আয়োজনের বৈচিত্রতা। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বরং বিয়ের আনুষ্ঠানিকতায় বাঙালির ঐতিহ্য বিশ্ব জুড়েই সমাদৃত ও উপভোগ্য। সেই বিয়ে নিয়ে ভিন্নধর্মী ‘লাক্স ব্রাইডাল শো’- এর আয়োজন করেছে আরটিভি।

শারমিন লাকির উপস্থাপনা ও শাহরিয়ার ইসলামের প্রযোজনায় আরটিভির নিয়মিত এ আয়োজনে থাকছে বিয়ের প্রয়োজনীয় সব তথ্য।

বিয়ের পূর্বের প্রিপারেশন, এনগেজমেন্ট, হলুদ সন্ধ্যার আয়োজন, কেনাকেটা, বিয়ের সাজ, পোষাক, গহনা, মেকআপ, কমিউনিটি সেন্টার, বিয়ের বিভিন্ন খরচসহ থাকছে তারকাদের বিয়ের বিয়ের খবরাখবর এবং ব্রাইডাল ফ্যাশন শো।

অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে প্রতি সোমবার রাত ৯ টা ৫০ মিনিটে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।