জাতীয় পুরস্কারের জন্য জমা পড়েছে ২৯টি চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৫ পিএম, ২৫ জুন ২০২০

প্রতি বছর চলচ্চিত্রে অবদানের জন্য প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সে অনুযায়ী ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনের মেয়াদ শেষ হয়েছে ২৫ জুন।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, নতুন বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েছে মোট ২৯টি সিনেমা। আরও আছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৫টি, ৩টি ডকুমেন্টারি।

এর আগে এক বিজ্ঞপ্তিতে ৫ এপ্রিলের মধ্যে চলচ্চিত্র জমা দেয়ার আহ্বান জানায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে করোনার কারণে নির্ধারিত সময়ে অনেকেই চলচ্চিত্র জমা দিতে না পারায় মেয়াদ বাড়িয়ে ২৫ জুন করা হয়। সেই মেয়াদও শেষ হলো।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম প্রদান করা হয়।

এমএবি/এলএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।