করোনাভাইরাসের কারণে স্টুডিওতে ৫০ ভাগ ছাড়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২৫ জুন ২০২০

কোভিড-১৯ মহামারি চলছে। মহামারি মানে মহাসংকট। এ সংকট মোকাবেলা করতে নানা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। করোনার দিনে শিল্পীদের সুবিধার জন্য তেমনই পদক্ষেপ নিয়েছে বাংলাঢোল স্টুডিও কর্তৃপক্ষ। এখন থেকে এই স্টুডিওতে প্রতিটি কাজে ৫০ ভাগ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাঢোল স্টুডিও কর্তৃপক্ষ জানায়, বিশ্বব্যাপী প্রতিটি ক্ষেত্রে কোভিড-১৯ এর কারণে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে একা কাজ করতে পারে না। সবাই একে অন্যের ওপর নির্ভরশীল।

শোবিজ অঙ্গনের মানুষেরাও এর বাইরে নয়। এখানে একটি কাজের সঙ্গে আরেকটি কাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ কারণেই করোনা-উত্তর সময়ে অডিও রেকর্ডিং, মিক্স-মাস্টারিং, ভিডিও এডিটিং, কালার গ্রেডিং, ডাবিং সুবিধাসহ বাংলাঢোল স্টুডিও বিশ্বমানের সেবার নিশ্চয়তা দিচ্ছে ৫০ ভাগ ছাড়ে।

করোনাভাইরাস সংক্রমণের আগে সবশেষ বাংলাঢোল স্টুডিওতে নিজেদের জন্য গান তৈরি করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মাকসুদ ও মেহরীন। প্রথমবারের মতো এখানে কাজ করে তারা সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন সময়ে এখানে গান তৈরি করেছেন সৈয়দ আবদুল হাদী, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, আসিফ আকবরসহ অনেকেই।

কিছুদিন কার্যক্রম স্থগিত থাকার পর বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কাজ শুরু হয়েছে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে অবস্থিত ২১০০ স্কয়ারফিট আয়তনের বাংলাঢোল স্টুডিওতে। কেউ কাজ করতে চাইলে যোগাযোগ করতে হবে বাংলাঢোল স্টুডিওর ফেসবুক পেজে।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।