১২০ বছর বয়সে অভিনেতা রাজীবের মায়ের মৃত্যু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৫ জুন ২০২০

না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজিবের মা হাজেরা খাতুন। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে পটুয়াখালীর দুমকি উপজেলার গ্রামীণ ব্যাংক সংলগ্ন বড় নাতি ওয়াসিমুল বারী মাসুদের বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ১২০ বছর। তিনি নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম জানান, উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের বড় নাতির বাসভবনের সামনে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

একই দিন সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গাবতলী এলাকার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অভিনেতা রাজীব মারা গেছেন অনেক আগেই। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে আজও আছেন তিনি। এবার তার কাছেই পাড়ি দিলেন মা।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।