আরটিভিতে শুরু হচ্ছে গোলমাল
করোনায় অর্থনীতির ব্যাপক ধ্বসের মধ্যেও দর্শকদের বিনোদন দিতে নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছে আরটিভি। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত প্রতিদিনের এই ধারাবাহিক নাটকটির নাম ‘গোলমাল’। এক সংবাদ সম্মেলনে নাটকটির নাম ঘোষণা করেছেন আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান।
এখানে জানানো হয়, আধুনিক শহরের একই মহল্লার অর্ধ শিক্ষিত তিন নতন ধনী পরিবারের মেকি আধুনিকতার প্রতিযোগিতা, পারিবারিক সম্পর্ক, প্রেম-বিরহ, মান-অভিমান, দ্বন্দ্ব-সংঘাত, হাসি-কান্নার ও চলমান সময়ের সামাজিক প্রেক্ষাপটের নির্মিত হবে রম্য ধাঁচের এই নাটকটি। দেশের একাধিক নির্মাতা ও চিত্রনাট্যকার রচনা ও নির্মাণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকবেন।
আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, ‘অনেকদিন ধরেই আমরা ভালো কিছুর জন্য চেষ্টা করে যাচ্ছি। এটি আমাদের সে চেষ্টারই একটি প্রয়াস। আশা করছি দর্শকরা এই প্রতিদিনের ধারাবাহিকটিকে ভালো ভাবে গ্রহণ করবে।’
অভিনেতা আজিজুল হাকিম বলেন, ‘আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি তা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আরটিভি সবসময় সব ভালো কাজের সাথে থাকে। এবার আরেকটি ভালো কাজের উদ্যোগ নিয়েছে এবং আমি বিশ্বাস করি, এটি শতভাগ সফল হবে।’
অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন পর ঘরের বাইরে এসে অনেকগুলো প্রিয় মুখের দেখা পেলাম। সত্যি অনেক ভালো লাগছে। আরো ভালো লাগছে এই ভেবে যে- আমরা সবাই এই ধারাবাহিকে কাজ করবো। আরটিভি এই ক্রান্তিলগ্নে যে উদ্যোগটি নিয়েছে এটি সত্যি প্রসংশার দাবিদার।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা আব্দুল্লাহ রানা, এফএস নাঈম, আহসানুল হক মিনু, মাহমুদুল ইসলাম মিঠু, অভিনেত্রী মোমেনা চৌধুরী, নোভা প্রমুখ।
এমএবি/এমকেএইচ