পল্লী সম্রাট আব্দুল আলীমের স্ত্রী হাসপাতালে, দোয়া চাইছে পরিবার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৬ জুন ২০২০

বাংলা লোকগানের অমর এক শিল্পী আব্দুল আলীম। তাকে পল্লীগীতির সম্রাটও বলা হয়। তার স্ত্রী জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছেন।

সম্প্রতি ব্রেইন স্ট্রোক করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মেয়ে কণ্ঠশিল্পী নুরজাহান আলীম।

বিজ্ঞাপন

তিনি জাগো নিউজকে আজ ১৬ জুন জানান, 'অনেকদিন ধরেই মায়ের শরীর ভালো যাচ্ছে না। কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করে এখন গুরুতর অসুস্থ অবস্থায় রামপুরা বনশ্রীর ইয়ামাতা হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।'

সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, 'দেশবাসীর কাছে আমি আমার মায়ের জন্য দোয়া চাইছি। বাবা শ্রদ্ধেয় আব্দুল আলীমের অনেক গানের সহযোদ্ধা ছিলেন মা। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলএ/এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।