এখনই বিয়ে নিয়ে ভাবছি না : আঁচল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৫ জুন ২০২০

২০১১ সালে 'ভুল' এবং 'বেইলি রোড' ছবি দুটি পরপর মুক্তি পায়। এ ছবি দুটি দিয়ে সিনেমায় অভিষিক্ত হন নায়িকা আঁচল। তবে বাপ্পি চৌধুরী এর বিপরীতে 'জটিল প্রেম' ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। 

এরপর ভালবাসার রংধনু, জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, ফাঁদ দ্য ট্র্যাপ, স্বপ্ন যে তুই, কিস্তিমাত, আজব প্রেম, বোঝেনা সে বোঝেনা, হৃদয় দোলানো প্রেম, গুন্ডা - দ্য টেররিস্ট, এপার ওপার, আড়াল, রানা পাগলা - দ্য মেন্টাল, সুলতানা বিবিয়ানাসহ বেশ কিছু ছবিতে তিনি অভিনয়ের জন্য প্রসংশিত হন।

করোনা'র আগেও মিজানুর রহমান মিজান পরিচালিত 'রাগী' সিনেমায় কাজ করেন। এরপর বেশ কিছু সিনেমার শুটিং করার কথা থাকলেও সেটি করোনার কারণে আটকে আছে। দেশের এই অবস্থায় তিনি পরিবারের সাথে ঘরবন্দি রয়েছেন। সাম্প্রতিক দিনকাল ও ক্যারিয়ার ভাবনা নিয়ে তিনি কথা বলেছেন জাগো নিউজের সাথে। লিখেছেন অরণ্য শোয়েব-

জাগো নিউজ : ঘরবন্দি সময় কাটছে কি করে?

আঁচল : একদম বন্দি ঠিক তা নয় এরমধ্যে বের হয়েছি তবে হিসাবের কথা অনুযায়ী প্রায় চার মাস ধরেই আছি ঘরে।মনের বিরুদ্ধে জোর করে সময়টা কাটানোর মতো। বোরিং লাগলে যেমন টিভি দেখি, সিনেমা দেখি একটু টুকটাক কাজ করি যেটি করতে মনে চায় সেটিই করি।

জাগো নিউজ : ঘরবন্দি সময়ে বিশেষ কাজগুলো কি করলেন? 

আঁচল : নিজের জন্যই কিছুই করিনি। মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি দুঃসময়ে।আর একটা বিষয় হচ্ছে এমন লম্বা সময় কখনো পরিবারকে দিতে পারিনি যেটা এখন সুযোগ পেয়েছি। আর রমজান মাস ছিল, চেষ্টা করেছি ঠিকমতো আল্লাহর ইবাদত করার। 

জাগো নিউজ : ধীরে ধীরে সিনেমার শুটিং শুরু হচ্ছে। আপনার প্রস্তুতি কেমন? 

আঁচল : দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালোর দিকে নেই। তবে পরিবর্তন হবে এটি আশা করছি। আর আমার কিছু সিনেমার শুটিং ছিল। তবে সেগুলো এখনই শুরু হবে কিনা আমি জানি না। নতুন কিছু কাজের অনুরোধও আসছে এবং আলাপ-সালাপ চলছে। বলেছি পরিস্থিতি আরো একটু নরমাল হোক। বিশেষ করে ঢাকার অবস্থা তো খুব খারাপ। তাদেরও বলেছি নরমাল হোক সব। তারপর শুটিং শুরু করবো। 

জাগো নিউজ : করোনায় আপনার উপলব্ধি কী?

আঁচল : এই সময়টা আমাদের সবদিক দিয়েই ক্ষতি হয়েছে। অনেকেই অসময়ে নিজের আপনজনদের হারিয়েছে এই করোনার কারণে। আর আপন মানুষ হারানোর কষ্টটা কি তারাই বোঝে যারা হারিয়েছেন। তবে অনেকেই আবার চেষ্টা করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েও অন্যের প্রাণ বাঁচানোর জন্য। যান্ত্রিক কোলাহলের জন্য যে একটি গ্যাপ সৃষ্টি হয়েছিল সেটি আবার পূর্ণ হয়েছে।

জাগো নিউজ : এই মুহূর্তে কোন বিষয়টি আপনার ভালো লাগছে?

আঁচল : আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ডাক্তার ও পুলিশদের এই মুহূর্তের কাজগুলো। তারা যেভাবে কাজ করছেন এবং কিছু ভলান্টিয়ারও কাজ করছেন তা আসলে প্রসংশিত। এই মহামারিতে তারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন আসলে বলার কিছুই নেই। পুলিশ এবং ডাক্তার দায়িত্বের চেয়ে বেশি সেবা করেছেন।

জাগো নিউজ : অবস্থা পরিবর্তন হলে প্রথম কাজটি কি করবেন? 

আঁচল : অবস্থা পরিবর্তন হোক এটাই চাই। আর সব ঠিক হলে সবার সাথে দেখা হবে, কথা হবে। তবে একটু রিফ্রেশমেন্টের জন্য দেশের বাইরে যাবো ঘুরতে।

জাগো নিউজ স্পেশাল : শেষ দুটো প্রশ্নের উত্তর চাই। 

১/ দেশে আপনার অপছন্দের নায়ক-নায়িকা কে? 

উত্তর/ হাহাহা মজার একটা প্রশ্ন। তবে আমার কোনো অপছন্দের নায়ক বা নায়িকা নেই। আমি সবাইকে পছন্দ করি। খারাপ লাগার কোনো ব্যাপার নেই এখানে।

২/ বিয়ে করবেন কবে?

উত্তর/ এখনই বিয়ে নিয়ে ভাবছি না। এটা ভবিষ্যতের জন্য তোলা থাক।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।