করোনায় একমাত্র ভাইকে হারালেন আনোয়ারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৩ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই হুমায়ূন কবির। রাজধানীর মগবাজারে বসবাস করতেন তিনি। শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হুমায়ূন। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি।

গত সপ্তাহে হুমায়ূন করিরের করোনা শনাক্ত হয়। এক সপ্তাহ এই মরণ ভাইরাসের সঙ্গে লড়াই করে সবাইকে ছেড়ে চলে গেলেন। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন আনোয়ারা।

রুমানা রাব্বানী বলেন, ‌‘প্রায় এক সপ্তাহ আগে মামার করোনা শনাক্ত হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। আজ আমাদের ছেড়ে বিদায় নিলেন তিনি। মামার মৃত্যুতে ম ভেঙে পড়েছেন। সবাই আমার মামার জন্য দোয়া করবেন।’

রুমানা রাব্বানী জানান, অনেক আগে একবার হুমায়ূন কবিরের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এছাড়া আগে থেকেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি।

জানা গেছে, পাঁচ বোনের মধ্যে আনোয়ারার একমাত্র ভাই ছিলেন হুমায়ূন কবির। তিনি ছিলেন আনোয়ারার ছোট। এর আগে দুই বোনকে হারিয়েছেন আনোয়ারা। শনিবার রায়ের বাজারের একটি কবরস্থানে দাফন করা হবে হুমায়ূন কবিরকে।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।