ময়মনসিংহের ৫ আলোকচিত্রী পেলেন থার্ডআই সম্মাননা


প্রকাশিত: ১১:৩২ এএম, ২২ অক্টোবর ২০১৫

ময়মনসিংহ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি (এম এফ পি এস) আয়োজিত থার্ডআই অফ ময়মনসিংহ পদক প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গনে ময়মনসিংহের পাঁচজন প্রবীণ আলোকচিত্র শিল্পীকে এ থার্ড আই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু আলোকচিত্র শিল্পীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। যাদেরকে সম্মাননা প্রাপ্তরা হলেন, তাজিমুল হোসেন পুলক, বিপ্লব কুমার গুহ মানিক, অনিল ঘোষ, অভিজিৎ দাস রবিন ও আদিলুজ্জামান আদিল।

অনুষ্ঠানে সংগঠনের কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, পাপ্পু, মাসুদ রানা, অঙ্গুর, অপু, ইমাদ, দীপ্র, হুমাইরা, প্রীতি, শাখী, জিহাদ, ফয়সাল, অয়ন, তুপু সাহা, ইনা, সিফাত ,আহাদ, জিয়ন, অনিক। তারা শখেরবসে ফটোগ্রাফির কাজ করেন। তারা সবাই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নিজ অর্থায়নে ও উদ্যোগে এই কাজটি করেন।

চার বছর আগে ময়মনসিংহ শহরের একদল উদ্যমী তরুণ-তরুণী ময়মনসিংহ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এ সংগঠনটি ফটোগ্রাফি পেশার উন্নয়ন ও নতুনদের উৎসাহিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আতাউল করিম খোকন/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।