আসছে ‘পোস্টমডার্ন অপেরা হাউজ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১০ জুন ২০২০

করোনা কালের গৃহবন্দী সময়ে শ্যামল শিশির নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্টমডার্ন অপেরা হাউজ’।এই চলচ্চিত্রে সমসাময়িক রাজনৈতিক ও রাষ্ট্রীয় বাস্তবতার স্বরূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানা নির্মাতা।

শ্যামল শিশির জানান ‘এই চলচ্চিত্রে একটি প্রতীকী গল্পের ভেতর দিয়ে জনগণ ও পুঁজিবাদের সাথে রাষ্ট্রের সম্পর্ক দেখা যাবে। এছাড়াও সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল এই চলচ্চিত্রে দর্শক তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে আলাদা অর্থও খুঁজে নিতে পারবেন।’

সম্পূর্ণ নতুন ফর্মেটে নির্মিত এই এক্সপ্রেমেন্টাল চলচ্চিত্রে কোনো চরিত্র দেখা যাবে না। চিত্রনাট্য ও চিত্রগ্রহণ করেছেন শ্যামল শিশির নিজেই।

পাঁচ মিনিট ব্যপ্তির চলচ্চিত্রটিতে কণ্ঠ দিয়েছেন দীপক সুমন এবং সম্পাদনা করেছেন জহির অন্তর। প্রোডাকশন হাউজ ‘প্যারাডক্স’ এর এই চলচ্চিত্রটি শিগগিরই ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।