করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে নির্মাতা সঞ্জনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১০ জুন ২০২০

করোনার উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণী সিনেমার পরিচালক সঞ্জনা রেড্ডি। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।

সঞ্জনার করোনা টেস্ট করা হয়েছে কী না, এই বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশিত হয়নি। এখন একজন নিউরো ফিজিশিয়ানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এই চলচ্চিত্র পরিচালক।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুুগছিলেন সঞ্জনা। প্রথমে তাকে তার বাড়ির সামনে একটি হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর না কমায় ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সঞ্জনাকে হায়দরাবাদের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

২০১৮ সালে ‌‘রাজু গাডু’ সিনেমা পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন সঞ্জনা রেড্ডি। সম্প্রতি অলিম্পিকে প্রথম পদকজয়ী খোলোয়ার ‘করনাম মালেশ্বরী’র বায়োপিক তৈরির কাজ করছিলেন তিনি।

সঞ্জনার পরিবার জানিয়েছে, গত তিনদিন ধরে তরল খাবার ছাড়া আর কিছুই খেতে পারছেন না সঞ্জনা।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।