টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২২ অক্টোবর ২০১৫

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় জেলা রির্টানিং অফিসার আলিমুজ্জামান এই প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক প্রাপ্তরা হলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) গামছা প্রতীক, আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী নৌকা, এনডিপির আতাউর রহমান খান টেলিভিশন ও ইউনাইটেড পিপলস পার্টির ইমরুল কায়েস আম প্রতীক পেয়েছেন।

এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেন, আগামী ১০ নভেম্বর কালিহাতী আসনে উপ-নির্বাচনে আমি যদি নির্বাচিত হই তবে সবার আগে সরকারি দলের প্রার্থীকে অভিনন্দন জানাবো। সরকারি দলের প্রার্থীরও সেই মনোভাব থাকা দরকার। জনগণ যদি ভোট দিতে পারে তবে সেটা হবে সরকারের সফলতা।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।