‘তুমি কি আমায় আগের মতো বাসো ভালো’ গানের শিল্পী আর নেই
না ফেরার দেশে চলে গেলেন শূন্য দশকের জনপ্রিয় ব্যান্ড স্টিলার-এর ভোকাল কণ্ঠশিল্পী লিটন। তার বয়স হয়েছিলো ৪৬। তার গাওয়া ‘তুমি কী আমায় আগের মতো বাসো ভালো’ গানটি এখনও তুমুল জনপ্রিয় হয়ে আছে সংগীতপ্রেমীদের কাছে। গানটির সুরকার ছিলেন আইয়ুব বাচ্চু। এই গানের শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গানটির গীতিকার শফিক তুহিন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় নিজের জন্মস্থান চট্টগ্রামে স্ট্রোক করে মারা গেছেন লিটন। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
শফিক তুহিন বলেন, ‘আমার গীতিকবিতা ও শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চুর সুরে জনপ্রিয় গান ‘তুমি কি আমায় আগের মতো বাসো ভালো’ গানের গায়ক লিটন আর নেই! করোনাকালে এমনিতেই মন ভালো থাকে না। এমন সময় লিটনের মৃত্যুর খবর পেতে হবে ভাবিনি। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। বাচ্চু ভাইর শিষ্য ছিলাম আমরা। বাচ্চু ভাই চলে গেলেন। এবার গেল বন্ধু লিটনও। আমি ওর আত্মার শান্তি কামনা করছি।’
লিটন ও স্টিলার ব্যান্ড-এর উত্থান ২০০০ সালে, বেনসন অ্যান্ড হেজেজ ব্যান্ড প্রতিযোগিতার মাধ্যমে। তবে লিটন তার ব্যান্ড নিয়ে নিজের শহর চট্টগ্রামেই ছিলেন। নিজের শহরকে ঘিরেই স্বপ্ন দেখতে ভালোবাসতেন তিনি।
এমএবি/পিআর