বিআরটিসির ২৮ কর্মকর্তাকে শোকজ


প্রকাশিত: ০৬:৪২ এএম, ০২ নভেম্বর ২০১৪

হরতালে রোববার সকালে দফতরে অনুপস্থিত থাকার দায়ে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) ২৮ জন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

মতিঝিল রাজউক এভিনিউয়ের বিআরটিসি ভবনে রোববার সকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আকস্মিক পরিদর্শনে যান। এ সময় ওই কর্মকর্তারা উপস্থিত না থাকায় তিনি এ শোকজের নির্দেশ দেন।

সড়ক পরিবহণ ও সেতু  মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবু নাসের জানান, রোববার সকালে বিআরটিসি ভবনে আকস্মিক সফরে যান ওবায়দুল কাদের। এ সময় তিনি সকাল সাড়ে ৯টা পর্যন্ত অফিসের ২৪০ জন কর্মকর্তার মধ্যে ২৮ জনকে অনুপস্থিত দেখতে পান। পরে অনুপস্থিত ওই কর্মকর্তাদের শোকজের নির্দেশ দেন মন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।