অবৈধ দখলদারদের কবলে মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক
মাগুরা-ঝিনাইদহ জাতীয় মহাসড়কটি এখন ইট, বালু, খোয়া, স্যানেটারি ও কাঠ ব্যবসায়ীদের দখলে। অবৈধ ব্যবসায়ীদের কারণে জাতীয় সম্পদ নষ্টসহ প্রতিনিয়তই ঘটছে প্রাণনাশের ঘটনা। কোথাও কোথাও রাস্তার জমি না ছেড়ে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। ফলে সড়ক দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত।
রাস্তার উপর ব্যবসা করা অবৈধ জেনেও অনেক দখলদার প্রভাবশালী হওয়ায় তাদের এই দখলদারিত্ব থেকে বিরত করা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে কিছু কিছু অবৈধ দখলদার উচ্ছেদের ঘটনা ঘটলেও পরে আবার তারা সড়কের উপর ব্যবসা সাজিয়ে বসে।
জানা গেছে, প্রশাসনের অবহেলা ও গাফলতি আর অসাধু ব্যবসায়ীদের লোভ এবং আইনের প্রতি অবহেলার কারণে রাস্তার উপর এসব ব্যবসা আজ স্থায়ীত্ব লাভ করেছে। কেউবা আবার দেখাদেখিও এসব পথে পা বাড়াচ্ছেন। সরকারি জায়গা হওয়ায় ও ছেলে-মেয়েদের পড়া শোনাসহ পরিবারের খরচ মেটাতে অনেকেই রাস্তার উপর ব্যবসা চালাচ্ছেন দেদারছে। কিন্তু অবৈধ দখলকারীদের কারণে প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনা। বিপাকে পড়েছে স্কুলগামী কোমলমতি শিশুরা। রাস্তার উপর থেকে এ সকল ব্যবসায়ীদের সরাতে পারলে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে জানিয়েছেন পথচারী ও এলাকাবাসী।
এদিকে সড়ক এবং জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত জাগো নিউজকে জানান, তাদের কাছে প্লেলোডারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় তারা সম্পূর্ণভাবে এ সমস্যার সমাধান করতে পারছেন না।
অপরদিকে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন জাগো নিউজকে বলেন, তারা এ ব্যাপারে মাঝেমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন।
আরাফাত হোসেন/এসএস/পিআর