বাবা-মাকে উৎসর্গ করে ১২ শিল্পীকে নিয়ে আশার গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ৩০ মে ২০২০

খ্যাতিমান সঙ্গীতব্যক্তিত্ব বশির আহমেদের লেখা ও সুরকার একটি ‘প্রার্থনা সঙ্গীত’ প্রকাশ হয়েছিলো গত মাসে। অপ্রকাশিত গানটি গেয়েছিলেন বশির আহমেদের মেয়ে হুমায়রা বশির ও ছেলে রাজা বশির। এবার বাবা বশির আহমেদ ও মা মীনা বশিরকে উৎসর্গ করে নতুন গান নিয়ে হাজির হলেন তারা।

নতুন এই গানটির নাম ‘বাঁচি আশায় ভালোবাসায়’। এটি প্রকাশিত হয়েছে সারগাম সাউন্ড স্টেশনের ইউটিউব চ্যানেলে। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। এই গানটি কণ্ঠ দিয়েছেন ১২জন শিল্পী।

গানটি গেয়েছেন রুমানা ইসলাম খান, বাদশা বুলবুল, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, হুমায়রা বশির, কোনাল, রাজা বশির, ইউসুফ আহমেদ খান, সাব্বির জামান, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ।

গানটি নিয়ে হুমায়রা বশির বলেন, ‘এক অন্যরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। স্বাভাবিক জীবনের বাইরে অবস্থান করছি। আশা আর ভালোবাসাই এখন মানুষের একমাত্র ভরসা-এই গানের লাইনে লাইনে সেই প্রত্যাশার কথাই তুলে ধরেছেন গীতিকার কবির বকুল। গানটি সব মহলের শ্রোতাকেই আকৃষ্ট করবে বলে প্রত্যাশা করছি।’

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।