করোনা আক্রান্ত বলায় ক্ষেপেছেন অভিনেত্রী মন্দানা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৮ মে ২০২০

ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে এই ভয়ংকর ভাইরাসের শিকার প্রায় দেড় লাখ মানুষ। বলিউডের বেশ কয়েকজনের শরীরেরও করোনা থাবা বসিয়েছে।

গায়িকা কণিকা কাপুর থেকে শুরু করে অভিনেতা করিম মোরানি ও তার মেয়েরা এবং হালে কিরণ কুমারের নাম উঠে এসেছে এই তালিকায়। এখন শোনা যাচ্ছে অভিনেত্রী মন্দানা করিমিও নাকি করোনা আক্রান্ত!

কিন্তু এই খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। 'ভাগ জনি'খ্যাত অভিনেত্রী মন্দানা এই গুজবে ক্ষোভও প্রকাশ করেছেন।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, তার চোখের ইনফেকশন হয়েছে, করোনা নয়।

ইনস্টাগ্রাম লাইভে এসে অভিনেত্রী জানিয়েছেন, 'আমি লাইভে এলাম কারণ, আমি আপনাদের থেকে কিছু বার্তা পেয়েছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে কি না। ধন্যবাদ, আমার ব্যাপারে ভাবার জন্য। আমি করোনা-আক্রান্ত নই। আমার চোখে একটু ইনফেকশন হয়েছে। আমি সচেতনতা অবলম্বন করেছি। ডাক্তারের পরামর্শ মেনে চলছি।'

সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে মন্দানা বলেন, 'প্লিজ, অন্যকে পরামর্শ দেওয়ার আগে নিজেদের শিক্ষিত করে তুলুন। আপনি যখন কোনো রোগের লক্ষণ সম্পর্কে ঠিকমতো জানেন না, তখন ডাক্তার হওয়ার চেষ্টা করবেন না। দয়া করে আন্দাজে ঢিল ছুড়বেন না। '

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।