আজ শামীম জামানের বাবার উপহার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ এএম, ২৭ মে ২০২০

জনপ্রিয় অভিনেতা ও পরিচালক শামীম জামান।অভিনয়ের পাশাপাশি পরিচালনা করছেন দীর্ঘদিন ধরেই। এবারের ঈদেও বেশ কয়েকটি নাটক এসেছে তার নির্মাণে।

আজ বুধবার (২৭ মে) বিকাল ৩ টায় শরৎ টেলিফিল্মের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ঈদের বিশেষ একক নাটক 'বাবার উপহার'। তারেক স্বপনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অভিনেতা শামীম জামান।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, তারেক স্বপন, রাশেদ মামুন অপু, রাইসা রিয়া, পাপিয়া মন্ডল, তাহমিনা কৃতিকা প্রমুখ।আর এ নাটকের মাধ্যমে প্রথমবার শামীম জামানের বিপরীতে অভিনয় করলেন রাইসা রিয়া।

নাটকের গল্পে দেখা যাবে একজন সচেতন বাবা তার তিন ছেলে এবং এক মেয়ে। বাবা সবসময় চাইতো তার সন্তানরা হাসিমুখে এক সাথে থাকুক। এক পর্যায়ে বাবা বৃদ্ধ হওয়ার পর মারা যান। মারা যাওয়ার সময় বড় ছেলের হাতে একটা সুন্দর উপহার দিয়ে যান। সে উপহারের কথা বড় ছেলে ছাড়া কেউ জানতো না।

বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন পর ছোট দুই ছেলে ভাবতো তার বাবা কিছু গুপ্তধন রেখে গেছেন যা বড় ভাই একাই ভোগ করে। তাদের বাবার একটা উপদেশ ছিল তারা যেন কখনো আলাদা না হয় এবং তাদের মধ্যে কখনো যেন ঝগড়া-বিবাদ না হয়। তাই বাবার কথা মতো বড় ভাই ছোট ভাই এবং বোনদের সাথে সম্মানের সহিত বসবাস করত। এদিকে ছোট দুই ভাই তার বাবার গুপ্তধন নিজেদের করে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল বের করে।

তারা সুযোগ নিয়ে থাকে বড় ভাই কখন বাড়ি থেকে বের হয় আর তখনই তারা সেই গুপ্তধন চুরির উদ্দেশ্যে রুমে ঢুকে এবং বিভিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। এভাবে গল্পটি এগিয়ে যাবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।