বদলে গেল শহীদ জিয়া কলেজের নাম


প্রকাশিত: ১১:২৫ এএম, ২০ অক্টোবর ২০১৫

পিরোজপুরের নাজিরপুর শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে অবশেষে  নাজিরপুর কলেজ নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শিক্ষামন্ত্রণালয় শাখা-৯ (কলেজ-৪) এর উপ-সচিব এ কে এম নুরুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

এ আদেশের কপি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তা এবং নাজিরপুর শহিদ জিয়া কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে। আদেশে বলা হয় বরিশাল বোর্ডের এক পত্রের আলোকে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন নাজিরপুর শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে নাজিরপুর কলেজ নামে নামকরণ করার বিষয় মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

উল্লেখ্য, বর্তমান সরকারের প্রথম পর্যায়ে জেলার জিয়ানগর পুলিশ থানার নামকরণ ইন্দুরকানী থানা করা হয়েছে। যদিও জিয়ানগর থানার পূর্বের নাম ছিল ইন্দুরকানী থানা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ইন্দুরকানীর পরিবর্তে জিয়ানগর থানা এবং একই সময় ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলা নামকরণ করা হয়েছিল।

হাসান মামুন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।