দুর্গাপূজায় এনটিভির ৩ দিনের আয়োজন


প্রকাশিত: ১১:১০ এএম, ২০ অক্টোবর ২০১৫

শারদীয় দুর্গাপূজা গঙ্গা পাড়ের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় উৎসব। শরৎ এলেই তাই এই পূজাকে ঘিরে সাজ সাজ রব পড়ে চারদিকে। বাহারি সব বিনোদন দিয়ে দর্শকদের মন রাঙাতে তখন ব্যস্ত থাকে টিভি চ্যানেলগুলোও। প্রায় সবকটি চ্যানেলেই প্রচার হয় পূজা উপলক্ষে নাটক-টেলিছবি-চলচ্চিত্র ও অনুষ্ঠান।

সে ধারবাহিকতায় আগামী ২১, ২২ ও ২৩ অক্টোবর এনটিভিতে তিন দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দেখুন এক নজর-

অষ্টমী (২১ অক্টোবর বুধবার)

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি কথা দাও সাথী হবে
আগামী ২১ অক্টোবর বুধবার এনটিভিতে সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘কথা দাও সাথী হবে’। সোহানুর রহমান সোহানের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস, আলীরাজ, নূতন প্রমূখ।

বিশেষ তথ্যচিত্র: মন্দিরের পথে
আগামী ২১ অক্টোবর বুধবার এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে দুই পর্বের বিশেষ তথ্যচিত্র ‘মন্দিরের পথে’র প্রথম পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।

নবমী (২২ অক্টোবর বৃহস্পতিবার)

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি নি:শ্বাসে তুমি বিশ্বাসে তুমি
আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার এনটিভিতে সকাল ৮.৪৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘নি:শ্বাসে তুমি বিশ্বাসে তুমি’। জাকির হোসেন রাজু’র পরিচালনায় এই ছবিটিতে অভিনয় করেছেন- রিয়াজ, শাবনূর, পূর্ণিমা, রাজিব, ডলি জহুর প্রমূখ।

বিশেষ নাটক চিঠিবাজি
আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার এনটিভিতে দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘চিঠিবাজি’। মোর্শেদুল ইসলামের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আহমেদ রেজা রুবেল, তিশা, রকিবুল হোসেন প্রমূখ।

বিশেষ তথ্যচিত্র মন্দিরের পথে
আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘মন্দিরের পথে’র দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।

বিশেষ অনুষ্ঠান দুর্গোৎসবের আরতি (সরাসরি)
আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার এনটিভিতে  রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘দূর্গোৎসবের আরতি’। ঢাকা, নরসিংদী ও মানিকগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাহাঙ্গীর চৌধুরী।

বিজয়া দশমী (২৩ অক্টোবর শুক্রবার)

বিশেষ সংগীতানুষ্ঠান আগমনী আলো
আগামী ২৩ অক্টোবর শুক্রবার এনটিভিতে ভোর ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আগমনী আলো’। কাজী মোহাম্মদ মোস্তফা’র প্রযোজনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন- বর্ণালী বিশ্বাস, সাগর রায়, কৌশিক, জয় সরকার ও তপস্বী।

বিশেষ নাটক সমর্পণ
আগামী ২৩ অক্টোবর শুক্রবার এনটিভিতে দুপুর ১২.২০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সমর্পণ’। সঞ্জয় কান্ত’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমন তালুকদার। নাটকটিতে অভিনয় করেছেন- বিদ্যা সিনহা সাহা মীম, নিলয়, চিত্রলেখা গুহ, হাসান ইমাম প্রমূখ।

বিশেষ টেলিফিল্ম শাপমোচন
আগামী ২৩ অক্টোবর শুক্রবার এনটিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘শাপমোচন’। ফল্গুনী মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন এস এম দুলাল। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন- আহসান হাবিব নাসিম, চাঁদনী, জয়ন্ত চট্টপাধ্যায়, রোকেয়া প্রাচী, পারভিন সুলতানা দিতি, মানস বন্দ্যোপাধ্যায়, দীলিপ চক্রবর্তী, জাহানারা ভূইয়া, অরুণ দাস ও মাসুদ আলী খান।

প্রতিবেদনমূলক অনুষ্ঠান উদ্দীপন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠানটি বিশেষভাবে নির্মাণ করা হয়েছে। আগামী ২৩ অক্টোবর শুক্রবার এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘উদ্দীপন’ এর বিশেষ পর্ব। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।

বিশেষ নাটক বিজয়শঙ্খ
আগামী ২৩ অক্টোবর শুক্রবার এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘বিজয়শঙ্খ’। শাওন কৈরী’র চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন- সাজু খাদেম, উর্মিলা শ্রাবস্তী কর, মিশু সাব্বির প্রমূখ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।