শেষ হলো অঙ্গার ছবির শুটিং


প্রকাশিত: ০৯:০২ এএম, ২০ অক্টোবর ২০১৫

জাজ মাল্টিমিডিয়ার ছবি ‌‘অঙ্গার’র দৃশ্যধারণের কাজ শেষে হয়েছে। ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানালেন, শুটিং শেষ করে ছবিটি এখন এডিটিংয়ের টেবিলে রয়েছে। শিগগির বাকি শেষ করে সেন্সরে জমা দেয়া হবে।

পরিচালক আরো জানালেন, এফডিসিতে সকাল-বিকাল দুই শিফটে একটানা  দুই সপ্তাহ কাজ করে ছবিটির বাকি অংশের শুটিং করতে গত ১৫ অক্টোবর বান্দরবান যায় পুরো অঙ্গার ইউনিট। সেখানকার নান্দিনিক সব লোকেশনে শুরুতে টানা দুই সপ্তাহ কাজ করা হয়। তারপর দ্বিতীয় দফায় ছবির চারটি গানের শুটিং সম্পন্ন করার জন্য আবার বান্দরবান যায় অঙ্গার বাহিনী। সব কাজ শেষে চলতি সপ্তাহে ঢাকায় আসে তারা।

পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আমার অন্যান্য ছবির চেয়ে অনেক বেশি গুছিয়ে কাজ করেছি অঙ্গারের। এমনকি নির্ধারিত সময়ের দুদিন আগেই সব কাজ সুন্দররভাবে শেষ করেছি। অবিশ্বাস্য মনে হলেও কেবলমাত্র ইউনিটের সবার উদারতা আর কাজের প্রতি নিষ্ঠার কারণেই এটা সম্ভব হয়েছে। আসলে শিল্পীদের আগ্রহ, একাগ্রতা থাকলে চলচ্চিত্র নির্মাণ করা সহজ হয়ে যায়। সময় বাঁচলে কিন্তু বাজেটও কিছুটা কমে।’

Ongar 1
প্রসঙ্গত, ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘অঙ্গার’ ছবিটি। রোমান্টিক অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রের মাধ্যমেই ফাল্গুনী জলি নামের আরো একটি নতুন নায়িকা উপহার দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।  

এখানে জলির বীপরীতে দেখা যাবে কলকাতার ওমকে। ছবিতে আরো অভিনয় করছেন অমিত হাসান, মুম্বাইয়ের আশিষ বিদ্যার্থি, কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ আরো অনেকে।

চলতি বছরেই দুই বাংলাতে একযোগে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।