পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে তথ্য গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘নির্ভরযোগ্য ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়নে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা নিশ্চিত করা অপরিহার্য।’
বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে অফিসিয়াল পরিসংখ্যানের গুরুত্ব বিবেচনায় পরিসংখ্যান আইন, ২০১৩ প্রণয়ন করেছে। পরিসংখ্যান উন্নয়নে জাতীয় কৌশলপত্র ২০১৩ অনুমোদন করেছে। পরিসংখ্যান ব্যবস্থাকে সার্বিক উন্নয়ন পরিকল্পনার মূলভিত্তি বিবেচনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’
এ লক্ষ্য অর্জনে দেশের সকল পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সরকারের পাশাপাশি অন্যান্য তথ্য ব্যবহারকারী সংস্থা ও গবেষকগণের মধ্যে পরিসংখ্যানের ব্যবহার আরও সম্প্রসারিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি দিবসটি উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
বিএ