অসুস্থ শিশুদের খেলনা বিতরণ করলেন তাসকিন-তাহসান


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আইসিডিডিআরবি’তে চিকিৎসা নিতে আসা শিশুদের মধ্যে খেলনা বিতরণ করলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ এবং জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান।

সোমবার মহাখালীর আইসিডিডিআরবির ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের মধ্যে খেলনা বিতরণের অনুষ্ঠানটি আয়োজন করে এক্স ক্যাডেট ফোরাম। সংগঠনটির ‘টয়েস আর ইওর্স’ ক্যাম্পেইনের অংশ হিসেবে গত ৬ মাসে মোট ৫ টন ট্রাক ভর্তি খেলনা সংগ্রহ করে অসুস্থ শিশুদের মধ্যে বিতরণ করে তারা।

খেলনাগুলোর মধ্যে ছিল দেশি-বিদেশি গাড়ি, পুতুল। এদের মধ্যে কিছু নতুন আবার কিছু পুরনো। খেলনা বিতরণের পর তাসকিন আহমেদ বলেন, ‘শিশুদের মধ্যে খেলনা বিতরণ খুব ভালো উদ্যোগ। শিশুদের খেলনা দেয়ার পর তাদের হাসিমুখ দেখে আমি মুগ্ধ। অসুস্থ অনেক শিশুই কল্পনা করতে পারেইনি এটা তাদের জন্য। আমি এই ক্যাম্পেইনের ব্যাপারে আমার ফেসবুক এবং ফ্যান পেজে পোস্ট দেব। আশা করি এতে আরো অনেকে এ ধরনের সামাজিক কাজে উদ্বুদ্ধ হবে।’

এসময় তাহসান বলেন, আগেও অনেক অনুষ্ঠানের দাওয়াত পেয়েছি তবে এই অনুষ্ঠানে এসে সত্যি খুশি হয়েছি। পাবলিসিটির মাধ্যমে এধরণের অনুষ্ঠান ছড়িয়ে দিতে হবে। আমি নিজেও পাবলিসিটির জন্য সামাজিক মাধ্যমে কাজ করবো।

অনুষ্ঠান শেষে তাসকিন আইসিডিডিআরবি’র দেয়া ক্রিকেট ব্যাটে অটোগ্রাফ দেন। ব্যাটগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত টাকা হাসপাতালের ফান্ডে জমা করা হবে।

অনুষ্ঠানে আইসিডিডিআরবি’র ডিরেক্টর, কমিউনিকেশন অফিসার ছাড়াও এক্স ক্যাডেট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এআর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।