ঈদে প্রচারে আসছে প্রয়াত হুমায়ূন সাধুর শেষ নাটক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৮ মে ২০২০

হুমায়ূন সাধু ছিলেন একাধারে একজন অভিনেতা, নাট্যপরিচালক ও নাট্যকার। তিনি মেড ইন বাংলাদেশ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন।

হুমায়ূন সাধু অভিনীত আলোচিত নাটক হচ্ছে- ঊন মানুষ। তার পরিচালিত আলোচিত একটি নাটকের নাম ‌‘চিকন পিনের চার্জার’। গত বছরের ২৫ অক্টোবর রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর আগে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘ভিউ বাবা’ নামে একটি নাটকের নাম চরিত্রের অভিনয় করেছিলেন হুমায়ূন সাধু। এবার ঈদে নাটকটি প্রচারে আসছে।

মাবরুর রশীদ বান্নাহ্ বলেন, ‘সাধু ভাইয়ের সঙ্গে এটি আমার শেষ কাজ। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার চরিত্রের নামই ‘ভিউ বাবা’। সাধু ভাইকে ফিকশনটাতে যখনই দেখি চোখ ছল ছল করে। বিশ্বাস করি, সাধু ভাই যেখানে আছেন ভালো আছেন।’

হুমায়ূন সাধু ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন, মোশাররফ করিম, সারিকা সাবরিন, মুশফিক আর ফারহান প্রমুখ। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৫টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচার হবে এ নাটক।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।