শুরু হচ্ছে স্পেলিং বি প্রিলিমিনারি রাউন্ড


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

জনপ্রিয় গেম শো ‘স্পেলিং বি’ ইতিমধ্যে শুরু করেছে তাদের চতুর্থ আসর। এবারে তিন লাখের বেশি স্পেলার অংশগ্রহণ করেছে অনলাইনে। সেখান থেকে তিন হাজার স্পেলারকে বাছাই করা হয়েছে ডিভিশনাল রাউন্ডের জন্য।

ডিভিশনাল রাউন্ড থেকে স্পেলিং বি টিম খুজে এনেছে দেশ শেরা ৯৬ জন স্পেলার। যারা এসেছে ৪৮টি স্কুল থেকে, যা রয়েছে ৭টি বিভাগ এবং কুমিল্লা, ফেনী, ঝিনাইদাহ, জয়পুরহাট, ময়মিনসিংহ, নারায়ণগঞ্জ, পাবনা, টাঙ্গাইল এর মতো জেলায়।

এই প্রিলিমিনারি রাউন্ড চলবে ১৬টি পর্ব ধরে। প্রত্যেক পর্বে থাকবে ৬ জন প্রতিযোগী এবং যেখান থেকে সেরা ২ জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, যা হচ্ছে কোয়াটার ফাইনাল। প্রিলিমিনারি রাউন্ডের থাকবে ৩টি ভাগ- স্পেল ইট, স্পেল হাইভ, স্পেল বাজ।

এই বছর যে কোনো বয়সী দর্শকও খেলতে পারবে স্পেলিং বি মোবাইলে অ্যাপ ডাঊনলোড করে এবং জিতে নিতে পারবে আকর্ষণীও পুরস্কার ব্লুপ এর সৌজন্যে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন এবং অফিশিয়াল প্রনাঊন্সার হিসাবে রয়েছেন জুনায়েদ রাব্বানী। স্পেলিং বি অনুষ্ঠানটি পরিচালনা করেছেন হাসান আবিদুর রেজা জুয়েল।

মঙ্গলবা রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই-তে প্রচারিত হতে যাচ্ছে ডি ডেইলি স্টার স্পেলিং বি, এনলাইটেন্ড বাই সামিট-এর প্রিলিমিনারি রাউন্ড। এছাড়া সব পর্ব তাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/spellbangladesh- এও দেখা যাবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।