মোহাম্মদপুরে বিলুপ্তপ্রায় দেশীয় পাখি বিক্রির অপরাধে জরিমানা
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিলুপ্তপ্রায় দেশীয় বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ পাখি উদ্ধার করেছে র্যাব।
বিলুপ্ত প্রায় এসব পাখি অবৈধভাবে বাজারজাত করার অপরাধে একজনকে জরিমানা করে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আাদালত। জরিমানা প্রাপ্তের নাম সাদেকুর রহমান (৩৮)।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান চালায় র্যাব-২। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।
তিনি জাগো নিউজকে জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়াতে অভিযান পরিচালনা করে।
এসময় বিলুপ্তপ্রায় দেশীয় বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ পাখি বাণিজ্যিকভাবে বিক্রি, পাখির প্রয়োজনীয় কাগজ পত্র না থাকা সত্ত্বেও পাখি পালনের অপরাধে সাদেকুর রহমানকে আটক করা হয়।
কোনো লাইসেন্স ছাড়াই দেশীয় ৩ প্রজাতির (তিলা, রাজলাল ও কণ্ঠি) ঘুঘু রাখা, বাণিজ্যিক বিপণন করা, বন বিভাগের অনাপত্তি পত্র না থাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
আটককৃত সাদেকুর জানান, শিকারিরা পাহাড়ি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানের বন-জঙ্গল থেকে বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় ঘুঘু পাখিগুলো ধরে থাকেন। বন্যপ্রাণী আইন মোতাবেক এ সকল পাখির বিপণন অথবা সংরক্ষণ নিষিদ্ধ।
উল্লেখ্য, সাদেকুর রহমানের কাছ থেকে ৩০ টি ঘুঘু আটক করা হয়। যার মধ্যে রয়েছে তিলা ঘুঘু, রাজলাল ঘুঘু ও কণ্ঠি ঘুঘু, এর মধ্যে তিলা ঘুঘু ও কণ্ঠি ঘুঘু বিরল প্রজাতির যা শুধুমাত্র পাহাড়ি অঞ্চলের কিছু কিছু স্থানে দেখা যায়।
জেইউ/এসকেডি/পিআর