বীরপ্রতীক ওডারল্যান্ডের প্রামাণ্যচিত্রে প্রধানমন্ত্রী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৭ মে ২০২০

বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী যোদ্ধা, বীরপ্রতীক উইলিয়াম এএস ওডারল্যান্ডকে নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘বীরপ্রতীক ওডারল্যান্ড’। ইংরেজিতে এর নাম ‘আ হিরো অব ফ্রিডম’। এটি নির্মাণ করেছেন মাহবুবুর রহমান বাবু।

ওডারল্যান্ডের ১৯তম মৃত্যুবার্ষিকী ১৮ মে উপলক্ষে এটিএন বাংলায় তিন পর্বে প্রচারিত হতে যাচ্ছে তথ্যচিত্রটি।

বিজ্ঞাপন

টানা কয়েক বছর অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা এবং বাংলাদেশে তথ্যচিত্রটির চিত্রধারণ করা হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওডারল্যান্ডের পরিবারের সদস্য এবং তার সহযোদ্ধারা।

তথ্যচিত্রের ধারাবর্ণনায় কণ্ঠ দিয়েছেন বাচিকশিল্পী হাসান আরিফ। জাতিসংঘের এনজিও ও সিভিল সোসাইটি বিষয়ক সর্বোচ্চ সংস্থা ইকোসোক স্বীকৃত বেসরকারী উন্নয়ন সংস্থা এসএডিসিএস এর ব্যানারে প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান বাবু এবং পি আর প্লাসিড।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে মহান মুক্তিযুদ্ধের অপ্রকাশিত নানান প্রসঙ্গ উঠে এসেছে। এছাড়াও মুক্তিযুদ্ধকালীন ওডারল্যান্ডের অফিসিয়াল সামরিক সহযোগির সাক্ষাৎকার এতে বিশেষ মাত্রা যুক্ত করেছে।

নির্মাতা মাহবুবুর রহমান বাবু বলেন, ‘তথ্যচিত্রটি বাংলাদেশের মানুষের পক্ষে ভিনদেশী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার সামান্য একটি নিদর্শন। ওডারল্যান্ডের বর্ণিল জীবন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে তথ্যচিত্রটি নিয়ে নানান পরিকল্পনা ছিলো। কিন্তু করোনা দুর্যোগজনিত কারণে শুধুমাত্র এটিএন বাংলায় সসম্প্রচারের মাধ্যমে কর্মসূচি সীমিত করা হয়েছে।’

উল্লেখ্য, মহান মুক্তিযদ্ধের সময় উইলিয়াম এএস ওডারল্যান্ড ‘বাটা’ স্যু কোম্পানিতে কর্মরত ছিলেন। এইসময় পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচারের দৃশ্য দেখে বাংলাদেশের পক্ষে অবস্থান নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।