বগুড়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই নারী আটক


প্রকাশিত: ১০:৪১ এএম, ১৯ অক্টোবর ২০১৫

বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, হেরোইনসহ অর্ধকোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, সদর উপজেলার চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকার পুতু সরকারের স্ত্রী শাহীনুর বেগম ওরফে সালমা (৩২) এবং গাবতলী উপজেলার নাড়ুয়ামালা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী রওশন আরা (৩০)। তবে পলাতক থাকায় পুতু সরকারকে (৩৬) গ্রেফতার করতে পারেনি র‌্যাব।

সোমবার দুপুরে এই অভিযানে পর র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম (পট্টি) এলাকায় অভিযান চালায়। এ সময় সালমা ও রওশানারাকে আটক করে তাদের কাছ থেকে ৪ লাখ টাকা মূল্যের ৮শ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫ লাখ টাকা মূল্যের ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ৮টি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৫ লাখ ৯৮ হাজার টাকা। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

লিমন বাসার/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।