আইপিএলে নতুন দুই দল


প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৯ অক্টোবর ২০১৫

দুই বছরের নিষেধাজ্ঞা থাকায় আগামী দুই মৌসুম আইপিএলে অংশ গ্রহণ করতে পারবে না চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তাই এবার এই দুই দলের পরিবর্তে আইপিএলের জন্য নতুন দুই ফ্র্যাঞ্চাইজি খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোববার মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানায় বিসিসিআই।

গত জুলাইয়ে দুর্নীতি কেলেঙ্কারির দায়ে চেন্নাই ও রাজস্থানের ফ্র্যাঞ্চাইজির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়াও চেন্নাই সুপার কিংসের সাবেক টিম অফিসিয়াল গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের সাবেক সহকারী মালিক রাজ কুন্দ্রাকে সব ধরণের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে আজীবন নিষিদ্ধ করেন ভারতীয় সুপ্রীম কোর্টের বিচারক প্যানেল।

শিগগিরই নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বিসিসিআই। কোন দু’টি দল চেন্নাই ও রাজস্থালের স্থলাভিষিক্ত হবে তা নিলামের মাধ্যমেই চূড়ান্ত হবে। তবে কবে নাগাদ এটি সম্পূর্ণ হবে তা এখনো নিশ্চিত নয়।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।