নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজে পাপেট প্রীতম
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূনে পরিচালনায় বেশ বিছু বাচ এরই মধ্যে দর্শক দেখেছেন। কোনো কিছু নির্মাণ করলে তার ভেতর নিজের একটা ছাপ রেখে যান নুহাশ। এবার ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তিনি।
ওয়েব সিরিজটির নাম ‘বিচ্ছুজ’। পরিচালনার পাশাপাশি এর গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন নিজে। সংগীত পরিচালনার পাশাপাশি ওয়েব সিরিজটিতে বেগুনি পাপেট হিসেবে কাজ করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান।
এর আগে নুহাশ-প্রিতম জুটি বেঁধে কয়েকটি দারুণ কাজ উপহার দিয়েছেন। এর মধ্যে আছে ‘খোকা’ শিরোনামের একটি গান ও ‘৭০০ টাকা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
শিরোনামের নতুন ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। পাওয়ার পরিকল্পনা আছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের।
নতুন এই ওয়েব সিরিজ প্রসঙ্গে নুহাশ হুমায়ূন জানান, এই সময়ের গল্প নিয়ে নির্মাণ করা হয়ছে ‘বিচ্ছুজ’। এখানে সচেতনতাও থাকছে। ওয়েব সিরিজটির পৃষ্ঠপোষকতায় আছে ওয়াটার এইড বাংলাদেশ। করোনাভাইরাস নিয়ে নির্মিত এই সিরিজটি আজ (১১ মে) রাত সাড়ে ১০টায় ওয়াটার এইড বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউবে মুক্তি পাবে।
এমএবি/এমএস