বাজারে রবি বাবুর গান


প্রকাশিত: ১০:২১ এএম, ১৮ অক্টোবর ২০১৫

তরুণ প্রজন্মকে উৎসর্গ করে সম্প্রতি বাজারে এসেছে রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘রবি বাবুর গান’। অজয় মিত্র ফিচারিং-এ এই মিক্সড অডিও অ্যালবামটিতে গান গেয়েছেন স্বনামধন্য কণ্ঠশিল্পীরা।

শিল্পীরা হলেন বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, জুয়েল, সাঈদ হাসান টিপু, সন্দীপন, অর্নব মিত্র, নির্ঝর চৌধুরী, শায়লা রহমান ও অজয় মিত্র।

অ্যালবামটি প্রসঙ্গে অজয়মিত্র বলেন, ‘শত বছর পার হলেও আমাদের তরুণদের কাছে আজো প্রিয় আর আইকন রবীন্দ্রনাথ। সেই ভাবনা থেকেই এবং রবি ঠাকুরের প্রতি এই প্রজন্মের ভালোবাসাকে সম্মান জানিয়েই অ্যালবামটি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। গানগুলোর সুর ঠিক রেখে মিউজিক কম্পোজিশন ও গায়কীতে ভিন্ন মাত্রা আনা হয়েছে। আশা করি সব বয়সের শ্রোতাদের ভালো লাগবে।’

অ্যালবামটিতে রবীন্দ্রনাথের মোট ১০টি জনপ্রিয় গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো –‘স্বপন পারের ডাক শুনেছি’,‘দাঁড়িয়ে আছ’, ‘তোমার খোলা হাওয়া’, ‘যদি তোর ডাক শুনে’, ‘তোমার হলো শুরু’, ‘আমার হিয়ার মাঝে’, ‘ক্লান্তি আমার’।

গেল শনিবার সন্ধ্যায় বাংলামটরের একটি রেস্টুরেন্টে লেজার ভিশনের আয়োজনে ‘রবি বাবুর গান’ অ্যালবামটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগীতশিল্পী ফাহমিদা নবী, সন্দীপন, সঙ্গীত পরিচালক বাসু ও অজয় মিত্র, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলামসহ অ্যালবাম সংশ্লিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।