হৃদয়ের কথার স্মরণে এস এ হক অলিক
আজ থেকে নয় বছর আগে ২০০৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পেয়েছিলো রেকর্ড সংখ্যক ব্যবসা সফল ছবি ‘হৃদয়ের কথা’। এস এ হক অলিক পরিচালিত এই ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করে নিজেদের জনপ্রিয়তাকে অনন্যতা নিয়ে গিয়েছিলেন ঢাকাই ছবির চমৎকার চলচ্চিত্র জুটি রিয়াজ-পূর্ণিমা। ছবিটি প্রযোজনাও করেছিলেন নায়ক রিয়াজ।
দীর্ঘ পথ পেরিয়ে এসে অনেক কিছুই বদলে গেছে সেদিনের চলচ্চিত্রে। রিয়াজ আর চলচ্চিত্রে নিয়মিত নন। পূর্ণিমাও সংসারে মনযোগী হয়েছেন। কালেভদ্রে তার দেখা মিলে নাটকে। তবে সুখের কথা হলো হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ ছবি দিয়ে বহুদিন পর বড় পর্দায় কাজ করলেন রিয়াজ। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি।
এদিকে এতগুলো বছর শেষে অতীত স্মরণ করলেন হৃদয়ের কথা ছবির নির্মাতা এস এ হক অলিক। তিনি ছবিটির কিছু পোস্টার আপলোড করে নিজের অনুভূতি শেয়ার করেছেন ফেসবুকে। অলিক লিখেছেন, ‘১৮ই অক্টোবর ২০০৬- আমারা সবাই মিলে হৃদয়ের কথা বলেছিলাম । দেখতে দেখতে ৯বছর পার করলো হৃদয়ের কথা। তাও মনে হয় এইতো সেদিন হৃদয়ের কথা বলেছি। আজ সেই ১৮ই অক্টোবর, আজকের এইদিনে মনে পড়ছে কতটা বছর এই সুখ রবেগো, ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ভালবেসে যাব আমি যতদিন বাঁচব, যায় দিন যায় একাকী তার বিহনে কেমনে বল থাকি..... যাদেরকে কখনো ভুলতে পারবো না তারা হল এই ছবির কলাকুশলি, শিল্পী ও টেকনিশিয়ানদের। সারাজীবন তোমাদের আমার হৃদয়ে ধারণ করে রাখবো।’
এ প্রসঙ্গে আলাপকালে জাগো নিউজকে নস্টালজিক অলিক বলেন, ‘দেখতে দেখতে নয় বছর পার করলো হৃদয়ের কথা। তাও মনে হয় এইতো সেদিন হৃদয়ের কথা মুক্তি পেয়েছে। কারণ সকল শ্রেণির দর্শকদের কাছে ছবিটি তাদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল। সকলের ভালোবাসায় আমি অভিভূত।’
তিনি আরো বলেন, ‘সকলেই চায় আমি রিয়াজ-পূর্ণিমা জুটিকে নিয়ে আবারও নতুন কোনো ছবি নির্মাণ করি। এ ব্যাপারে আমিও ভেবেছি। তবে অফিসিয়ালি এখনও কিছু ঠিক করিনি। কিন্তু আমার ইচ্ছা আছে ‘হৃদয়ের কথা’ এবং ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র মতো ছবি নির্মাণ করে আবারও সবাইকে চমক দিতে।’
এসময় তিনি আবারো চলচ্চিত্রে ফিরে আসায় রিয়াজকে অভিনন্দন জানান। সেইসাথে পূর্ণিমাকেও নাটক-টেলিছবিতে কাজে করতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি চলচ্চিত্রে সফল এই দুই তারকার আরো অনেক সাফল্য কামনা করেন।
প্রসঙ্গত, হৃদয়ের কথা ছবি দিয়ে চলচ্চিত্রের গানে অভিষেক হয়েছিলো আজকের মিউজিক ক্রেজ হাবিব ওয়াহিদের। তার সুর-সংগীত ও কণ্ঠে ‘ভালো বাসবো বাসবো রে বন্ধু’ গানটি দেশব্যাপি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো। পাশাপাশি ছবির অন্য গানগুলোও পেয়েছিলো শ্রোতাপ্রিয়তা।
এলএ/আরআইপি