রবীন্দ্রজয়ন্তীতে ইউটিউবে সরাসরি ছায়ানটের অনুষ্ঠান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৮ মে ২০২০

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিন আজ। করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে জনসমাগম এড়িয়ে চলার কারণে বাংলা সাহিত্যের এই অনন্য প্রতিভাধর সাহিত্যিকের জন্মদিনে কোনো বিশেষ আয়োজন হচ্ছে না। তবে এত সীমাবদ্ধতার মাঝেও অনলাইনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান নিয়ে সরব ছায়ানট।

সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন সানজিদা খাতুন। ‘ওই মহামানব আসে’ শীর্ষক অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবিগুরুকে স্মরণ করে।

পশ্চিম বাংলাতেও ২৫ শে বৈশাখ উপলক্ষে ইন্টারনেটে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৩ এপ্রিল সল্টলেকের একটি এনজিও 'প্রয়াসম' জানিয়েছিল ভার্চুয়াল রবীন্দ্র-উৎসবের কথা, যার পোশাকী নাম দেয়া হয়েছে শান্তি নিকেতন।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।