সুবীর নন্দীকে হারানোর প্রথম বছর আজ
দেখতে দেখেতেই কেটে গেলো একটা বছর। গতবছরের এই দিনেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। ঢাকা ও সিঙ্গাপুরে টানা ১৮ দিন হাসপাতালের বিছানায় নিথর হয়ে পড়েছিলেন নন্দিত এ গায়ক। এরপর ৭ মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রিয় এই শিল্পীকে আজকের এই দিনটিতে মনে করেছেন তার প্রিয়জনেরা। ফেসবুকে সুবীর নন্দীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই।
সংগীত পরিচালন শওকত আলী ইমন সুবীর নন্দীকে শ্রদ্ধা জানিয়ে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ আমাদের প্রিয় কিংবদন্তী শিল্পী সুবীর নন্দীর প্রথম প্রয়ান দিবস। যিনি কণ্ঠের যাদুতে বাংলা সংগীতকে দিয়ে গেছেন এক সোনালী অধ্যায়। গুনী এই শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলী। সুবীর'দা যেখানেই আছেন ভাল থাকবেন।’
১৯৫৩ সালের ১৯ নভেম্বর সিলেটের হবিগঞ্জে জন্ম নেন সুবীর নন্দী। চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন প্রায় আড়াই হাজারের বেশি গানে। সিনেমায় তিনি প্লেব্যাক করেন ১৯৭৬ সালে সূর্যগ্রহণ চলচ্চিত্রে। ৮১-তে প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম সুবীর নন্দীর গান।
পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি বাংলা সংগীতে বিশেষ অবদানে, দেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছেন সুবীর নন্দী। বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের প্লেব্যাকে তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। সংগীতচর্চার পাশাপাশি ব্যাংকে চাকরি করতেন তিনি।
এমএবি/পিআর