চ্যানেল আইয়ের বিনোদন থার্ডবেলে


প্রকাশিত: ১০:৪২ এএম, ১৭ অক্টোবর ২০১৫

জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আইয়ের সব বিনোদন কনটেন্ট এখন থেকে পাওয়া যাবে থার্ডবেল ডটকমে। এজন্য ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও অনলাইন বিনোদন পোর্টাল থার্ডবেল ডটকমের সাথে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, থার্ডবেল ডটকমের চেয়ারম্যান সাব্বির রহমান তানিম, ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা আদনান ফারুক হিল্লোল এবং পরিচালক নাজনীন হাসান চুমকি।

চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর ইমপ্রেস টেলিফিল্মের সব বিনোদন কনটেন্ট পাওয়া যাবে থার্ডবেল ডটকমে। এছাড়াও বিশ্বব্যাপি থার্ডবেল ডটকম ইমপ্রেস টেলিফিল্মের ডিজিটাল বিতরণের অধিকার পাবে। দর্শকরা তাদের নিজেদের ইচ্ছেমতো সময়ে থার্ডবেল ডটকমে ভিজিট করে নাটক চলচ্চিত্রসহ সব অনুষ্ঠান দেখতে পারবেন।

থার্ডবেল ডটকমের চেয়ারম্যান সাব্বির রহমান তানিম বলেন, ‘আমরা মানুষের বিনোদনের ধারনা বদলে দিতে চাই। আমরা চাইনা দর্শক তার পছন্দের অনুষ্ঠানটি মিস করুক। দর্শক যেকোনো সময় তাদের ইচ্ছেমতো যেকোনো অনুষ্ঠান বিনামূল্যে দেখতে পারবেন। এবারের ঈদে আমরা দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি।’

উল্লেখ্য ‘3rdBell.com’ অনলাইনে নাটক, চলচ্চিত্র, মিউজিক ভিডিও দেখার দেশের সবচেয়ে জনপ্রিয় পোর্টাল।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।