পাটগ্রাম থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। শনিবার ভোরে পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের শমসেননগর সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানা গেছে।
এরা হলেন, পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙ্গা এলাকার পটু মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩৫) ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে লিটন মিয়া (৩৩)।
বিজিবি ও এলাকবাসী জানায়, পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারে কাছে দুই বাংলাদেশি রাখাল গরু আনতে গেলে ভারতীয় ৩৫ নং ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের ধরে ফেলে ক্যাম্পে নিয়ে যায়। তারা দুইজন ভারত থেকে গরু আনা নেয়া করত।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
রবিউল হাসান/এসএস/পিআর