আমার বন্ধু ও ভাই ইরফান খান অসাধারণ অভিনেতা : ওমর সানি
শিল্প দূরের মানুষকে কাছে এনে দেয়। পর্দার মানুষগুলোকে ভালো লাগলে আপন করে নেন দর্শক শ্রোতারা। প্রেমে পড়া মন ঘুচিয়ে দিতে পারে কাঁটাতারের দূরত্বও। যেমন ভারতের অনেক তারকাকেই পছন্দ করে বাংলাদেশের দর্শকরা। আবার এই দেশের অনেক তারকাকেও পছন্দ করে ভারতের দর্শকরা।
অন্যদিকে একই পেশার মানুষদের মধ্যেও আলাদা এক ভালোবাসার সম্পর্ক থাকে। তাই তো ইরফান খানের জন্য কাঁদছে অনেকের মন। বাংলাদেশে মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেতা। এই কারণেও এই দেশের সিনেমাপ্রেমীদের আবেগের সঙ্গেও জড়িয়ে গেছেন ইরফান।
এছাড়া অসংখ্য ভালো সিনেমা উপহার দিয়ে মানুষের হৃদয়ে ঠাঁই নিয়েছেন তিনি। ঢাকাই সিনেমার নায়ক ওমর সানী ইরফান খানকে ভাই ও বন্ধু বলে সম্বোধন করেছেন।
ইরফানের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে এক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘একজন শিল্পীর কোন দেশ নেই, শিল্পী সবার আমি তাকে কোনদিন দেখিনি, হৃদয় বলছে আমার বন্ধু ও আমার ভাই অসাধারণ অভিনেতা ইরফান খান, চলচ্চিত্র আমার পরে এসেছে, তারপরও বলি, অসাধারণ অভিনেতা, এক কথায় বলব স্যার সমতুল্য, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। সম্প্রতি তার মায়ের মৃত্যু হয়। সেই শোক সামলে ওঠার আগেই গত ২৮ এপ্রিল রাতে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইরফান। আর ফেরা হলো না তার।
এমএবি/এমএস