তাদের ভিলেজ হট্টগোল শুরু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৭ এপ্রিল ২০২০

একটি স্বশিক্ষিত গ্রাম। গ্রামের সবকিছু ভালো চলছে। এই গ্রামে তিন জন ডাক্তার রয়েছে। তাদের একজন হোমিওপ্যাথি, একজন এলোপ্যাথি এবং একজন হারবাল। হঠাৎ একটি পরিবার অসুস্থ হয়ে যায় কিন্তু তিনজন ডাক্তার থাকা সত্ত্বেও সেই পরিবারকে চিকিৎসা করতে গ্রামের কেউ রাজি হয়না।

সবাই ওই পরিবারকে এড়িয়ে চলে। তিন চিকিৎসকও বেঁকে বসে। এই চিকিৎসা নিয়ে শুরু হয় নানা হট্টগোল । এমনই নানা হট্টগোলের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভিলেজ হট্টগোল’।

স্বাধীন শাহ রচিত নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাওলাদার। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আখম হাসান ও জেনী। এছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, সাজু খাদেম, হান্নান শেলী, আমানুল হক হেলাল প্রমুখ।

সম্প্রতি আরটিভিতে প্রচার শুরু হয়েছেন ‘ভিলেজ হট্টগোল’ নামের এই ধারাবাজিক নাটকটি। সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা২০ মিনিটে নাটকটি দেখা যাচ্ছে।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।