পিঁয়াজু লুকিয়ে রাখতাম : মম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৭ এপ্রিল ২০২০

তারকাদের ধর্ম কর্ম নিয়ে ভক্তদের অনেক কৌতূহল। অনেকেই মনে করেন মিডিয়াতে কাজ করা তারকারা ধর্ম নিয়ে উদাসীন। কিন্তু এটি ভুল ধারণা। সব তারকাই যার যার ধর্ম পালন করে থাকেন।

মুসলিম তারকারাও রোজা রাখেন। রোজা নিয়ে শুটিং করেন, ব্যস্ত থাকেন নানা রকম কাজে। আর সবার মতো তাদেরও আছে রোজা রাখার অনেক মজার স্মৃতি। যা ফেলে আসা শৈশবে পড়ে আছে সোনালি স্মৃতি হয়ে।

অভিনেত্রী জাকিয়া বারী মম তেমনি কিছু অভিজ্ঞতা জানালেন রোজা নিয়ে। জাগো নিউজের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

জাগো নিউজ : প্রথম রোজা রাখার মধুর স্মৃতি সম্পর্কে জানতে চাই......
মম : খুব ছোটবেলা থেকেই রোজা রাখার অভ্যাস ছিলো আমার। স্পষ্ট মনে নেই। ধারণা করি ছয় কি সাত বছর বয়স থেকেই রোজা রাখি আমি।।

জাগো নিউজ : প্রথম ইফতার বা সেহরির কোনো স্মৃতি কি মনে পড়ে......
মম : প্রথম রোজার দিন হিসেবে সারা দিনটাই ছিলো উত্তেজনার। আনন্দ নিয়ে সেহরি খেয়েছিলাম, ইফতার করেছিলাম।

জাগো নিউজ : শৈশবে রোজার মজার কোনো স্মৃতি.....
মম : অনেক মজার স্মৃতিই আছে। এখন সেসব মনে হলে মজা পাই। একা একাই হাসি।।কেন যে বড় হলাম। আগেই ভালো ছিলাম। কতকিছু করা যেত।

প্রায়ই একটা স্মৃতি মনে পড়ে রোজা এলেই। ভাজাপোড়া খাবার আমার পছন্দ না। তবে পিঁয়াজু আমার খুব প্রিয় ছিলো। আর আমাদের বাড়িতে এত মজা করে পিঁয়াজু তৈরি হতো যে কী বলবো। আমি বেশি খাবো বলে পিঁয়াজু লুকিয়ে রাখতাম। পরে ইফতার শেষে একা একা খেতাম। মনে পড়লেই হাসি পায়।

জাগো নিউজ : বড় বেলার রোজা আর এখনকার রোজায় কী পার্থক্য পান.....?
মম : আকাশ পাথাল পার্থক্য। তখন অনেক মজা হতো। পায়ের উপর পা তুলে খেতাম। আর এখন নিজেকে রান্না কর‍তে হয়, কাজ করতে হয়। এছাড়া শৈশবের রোজায় একটা উত্তেজনা ছিলো, রোমাঞ্চ ছিলো।

জাগো নিউজ : ইফতার ও সেহরিতে কী ধরনের খাবারকে প্রাধান্য দেন.....?
মম : আমি সবসময়ই ভাজাপোড়া খাবার এড়িয়ে চলি। ইফতারে ঠাণ্ডা খাবার খাই।

জাগো নিউজ : করোনাকালের এই ঘরবন্দী সময়ে রোজা নিয়ে অভিজ্ঞতা কেমন.....?
মম : আমার তো বেশ ভালোই লাগছে। শুনতে হয়তো খারাপ শোনায়। চারদিকে মানুষ মারা যাচ্ছে হাজার হাজার। আমাদের দেশেও সংক্রমণ বাড়ছে, মৃত্যু বাড়ছে। তবে সবাই এখন ঘরে বন্দী। ব্যস্ততা নেই। তাড়া নেই। পরিবারকে সময় দেয়া যাচ্ছে।

তাছাড়া এই আবহাওয়াটাও বেশ উপভোগ্য হয়ে উঠেছে। মানে এই বৈশাখ মাসে এমন শীতল আবহাওয়ায় রোজা রাখা যাচ্ছে এটা তো আল্লাহর।রহমত। আমার তাই খারাপ।লাগছে না। বেশ ভালো আছি ঘরবন্দী হয়েও।

জাগো নিউজ : এবারের রোজায় বিশেষ কী প্রার্থনা করছেন....?
মম : একটাই প্রার্থনা সবাইকে নিয়ে যেন ভাল থাকি। পৃথিবী সুন্দর ও সুস্থ হয়ে উঠুক।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।