ভক্তদের অনুরোধে নায়িকা হলেন গায়িকা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম পাওলি দাম। সাহসী সব চরিত্রে কাজ করতে জুড়ি নেই তার। ক্যারিয়ারজুড়ে তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন সিনেমার গল্প ও সংলাপকে।
সর্বশেষ তার বেশ কিছু ছবি আলোচিত হয়েছে। তবে কণ্ঠ ছবিতে পাওলি বাজিমাত করেছেন।
সেসব ছাপিয়ে পাওলি এখন গায়িকা। না, সত্যি সত্যি কোনো গান তিনি আনুষ্ঠানিকভাবে গাননি বা প্রকাশ করেননি। ভক্তদের অনুরোধে শখের বশে গেয়েছেন একটি রবীন্দ্রসংগীত।
জানা গেছে, পাওলিকে তার ভক্তরা অনেকদিন ধরেই একটি গান গাওয়ার জন্য অনুরোধ করছিলেন। এবার ভক্তদের অনুরোধে রবীন্দ্রসঙ্গীত গাইলেন তিনি। এই গান তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল।
দেখুন পাওলির গাওয়া গান :
View this post on Instagram
এলএ/পিআর