ডিজনিতে হিন্দু দেবতাদের নিয়ে কার্টুন


প্রকাশিত: ১১:০৭ এএম, ১৫ অক্টোবর ২০১৫

বিশ্বখ্যাত এনিমেশন নির্মাতা কর্পোরেশন ডিজনি পিকচার্সে এবার নির্মিত হতে যাচ্ছে হিন্দু দেবতাদের নিয়ে কার্টুন। হিন্দুদের নানান দেব-দেবতাদের অলৌকিক ক্ষমতার ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হবে ‘সঞ্জয়স সুপার টিম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের এনিমেশন ছবি।

পরিচালক হিসেবে থাকছেন টয় স্টোরি এনিমেটেড ছবিটির স্ক্রিপ্ট রাইটার সঞ্জয় প্যাটেল। সঞ্জয় জানান ছবিটিতে মূলত হিন্দু ধর্মীয় দেবতাগণের মিশেলে নতুন প্রজন্মের ওয়েস্টার্ন প্রীতির কথা মাথায় রেখেই নির্মাণ করা হবে। সঞ্জয় ডিজনি ওয়াল্ট কর্পোরেশনে ১৯৯৬ সালে যোগ দেন। এরপর তিনি ‘এ বাগ লাইফ’
‘কার’ ও টয় স্টোরির মতো ছবিগুলোতেও কাজ করেন।

তবে নিজের একক পরিচালনায় কোন বিদেশি স্টুডিওতে বানানো এটাই ভারতের প্রথম কোন এনিমেটেড ছবি

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।