এমপি লিটনকে কারাগারে প্রেরণের নির্দেশ


প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৫ অক্টোবর ২০১৫

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জুরুল ইসলাম লিটনকে করাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাইবান্ধার আদালত। এছাড়া তার রিমান্ড আবেদনও নামঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফের আদালত এ নির্দেশ দেন।

এর আগে পৌনে ১২টায় কড়া নিরাপত্তার মধ্যে সাংসদ লিটনকে পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে আনা হয়। তার জামিন আবেদনের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, সাংসদ লিটনের মুক্তির দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে তার কর্মী-সমর্থকরা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হন। তখন পুলিশ বাধা দিলে তারা গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে।

এআরএস/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন